Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪০, ২ আগস্ট ২০২৩
আপডেট: ০০:১৫, ৩ আগস্ট ২০২৩

শাবিতে শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’(এপিএ) কমিটির আয়োজনে শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাবির ‘এপিএ’ কমিটির ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপ-উপচার্য ড. মো. কবির হোসেন সকলের উদেশ্যে বলেন, আপনারা সময়ের কাজ সময়ে করবেন। আজকের কাজ আগামিকালের জন্য ফেলে রাখবেন না। সকলের জন্য সেবা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং দিন শেষে আত¥সমালোচনার চেষ্টা করবেন। এটাও এক ধরনের সেবা।

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়