Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

সাগর শুভ্র, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ৬ আগস্ট ২০২৩
আপডেট: ১৯:১৩, ৬ আগস্ট ২০২৩

শাবিতে মাদক সম্পৃক্ততার কারণে দুই শিক্ষার্থীকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারাদেশ পাওয়া দুই শিক্ষার্থী। ছবি- আই নিউজ

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারাদেশ পাওয়া দুই শিক্ষার্থী। ছবি- আই নিউজ

১৪ বোতল মদসহ পুলিশের কাছে গ্রেফতা্রের পর মাদক সম্পৃক্ততার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।

ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে  আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  কামরুজ্জামান খাঁন প্রিন্স।

উল্লেখ্য, বহিষ্কৃতরা গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেট  কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এতে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ। পরে শুক্রবার (৫ আগস্ট) দুপুরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়