Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১, ৮ আগস্ট ২০২৩

মাধ্যমিকে ১,৮১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের উদ্যোগ 

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যেন বেড়েই চলেছে শিক্ষক সংকট। ফলে ব্যাহত হচ্ছে মাধ্যমিকের শিক্ষাকার্যক্রম। সেই প্রেক্ষিতে মাধ্যমিকে ১,৮১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নিয়োগ সম্পন্ন হলে কেটে যাবে শিক্ষক সংকট। স্বাভাবিক অবস্থায় ফিরবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম।

নোয়াখালী জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর হোসেন জানান, স্কুলে শিক্ষার্থী দেড় হাজার। স্কুলটির ৫৩টি শিক্ষক পদের নয়টিই খালি। এমন কি দুই শিফটেই সহকারী প্রধান শিক্ষক নেই। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন মাহমুদ সালমী বলেন, একই অবস্থা দেশের ৩৫১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। দুই হাজারের মতো শিক্ষকের পদ খালি। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক পদে ৫৩৩ জন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৭২টি পদ শূন্য। ফলে মাধ্যমিকে ব্যাপক শিক্ষক সংকট তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, শিক্ষক সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে ১ হাজার ৮১৭টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাবলিক সার্ভিস কমিশনে।

এদিকে ৩৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট থাকলেও জাতীয়করণের কাজ শেষ না হওয়ায় নিয়োগ দেওয়া যাচ্ছে না।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়