Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১, ১৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৩:০০, ১৭ আগস্ট ২০২৩

২০২৪ সালের এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে

ফাইল ছবি

ফাইল ছবি

২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এসে এ কথা জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এসে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি। 

আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেয়ার চেষ্টা করবো। সেই অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

এ সময় প্রশ্ন ফাঁসের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস হচ্ছে না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এ বছর সে গুজবের মাত্রাটাও কম রয়েছে। এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়