Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ২০ আগস্ট ২০২৩

শিক্ষার্থী নির্যাতন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আজীবন অবাঞ্চিত শাবি ছাত্রলীগ নেতা

পড়ালেখা শেষের পরও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি ও ধারাবাহিকভাবে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের প্রচেষ্টা চালানোর অভিযোগে মো. রিশাদ ঠাকুর নামে এক ছাত্রলীগ নেতাকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য অবাঞ্চিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টা ও সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার-নির্যাতনের শিকারে পরিণত করার অভিযোগে হল কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে মো. রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হলো। তিনি কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. রিশাদ ঠাকুর ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। অনার্স ফাইনাল পরীক্ষা শেষে তিনি মাস্টার্সে ভর্তি হননি। তারপরও রিশাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন।

গত শুক্রবার (১৮ আগস্ট) বিকালে নুর মো. বায়েজীদ নামে এক ছাত্রকে হলে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠে রিশাদ ঠাকুরের বিরুদ্ধে। তখন ভুক্তভোগী শিক্ষার্থী নুর মো. বায়েজি প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে বায়েজিদ উল্লেখ করেন শুক্রবার জুমআর নামাযের পর নিজের কক্ষে (৫০১৬ নম্বর) ডেকে নেন রিশাদ। সেখানে বায়েজীদকে গালাগালি, মারধর ও মেরে ফেলার হুমকি দেন তিনি।

আইনিউজ/ইউএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়