সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২২:৩১, ২১ আগস্ট ২০২৩
শাবির পিএসএস অ্যালামনাইয়ের সভাপতি প্রতাপ, সম্পাদক সোহেল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) নবনিযুক্ত কমিটির সভাপতি প্রতাপ চন্দ্র চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই কমিটিতে প্রতাপ চন্দ্র চৌধুরীকে সভাপতি ও মো. মোতাহের হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মো.আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো: জিয়া উদ্দিন,সহ-সভাপতি, সহ-সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদসহ মোট ৭৭ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটি গঠনের লক্ষে এর আগে গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা ও পরবর্তীতে স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অ্যালামনাইয়ের সদ্য সাবেক সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জহিরুল হক শাকিল নতুন এই কমিটির নাম ঘোষনা করেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবার পর থেকে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স,পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ নামে বিভাগ থেকে ২৫ টির বেশি ব্যাচের শিক্ষার্থী নানা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। তাদের একত্রিত করে তাদের মধ্যে সম্পর্ক গঠনের লক্ষে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছিল।
আইনিউজ/ইউএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩