Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ২৭ আগস্ট ২০২৩

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের দিন নির্ধারণ 

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের দিন তারিখ নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী বৃহস্পতিবারের (৩১ আগস্ট) মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে এনটিআরসিএ। 

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক মো. আবদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ফল প্রকাশের কিছু কাজ বাকি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছি আমরা। ফল প্রকাশের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব। অনুমতি পেলে চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী। এর আগে বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়