সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিশু তাহসিনকে বাঁচাতে শাবিতে ১২দিনব্যাপী ‘স্বপ্নোত্থানের’ বইমেলা

ছবি- সংগৃহীত
অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট রোগে আক্রান্ত এক বছর বয়সী শিশু তাহসিনের চিকিৎসা সহায়তার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ আয়োজন করতে যাচ্ছে ‘স্বপ্নোত্থান বইমেলা- ২০২৩’। আগামী ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১২ দিনব্যাপী এই বইমেলা চলবে। এই মেলার লভ্যাংশ শিশুটির চিকিৎসা জন্য ব্যয় হবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ফুডকোর্টে সংগঠনটির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান।
মাহাবুবুর রহমান বলেন, ‘জ্ঞানগর্ভে হৃৎস্পন্দন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাসের অর্জুনতলায় এই বইমেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় আগ্রহী পাঠক ও গ্রাহকেরা সময়, শ্রাবণ, মাওলা ব্রাদার্স, বাতিঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, রোদেলা, কথাপ্রকাশ, ইউপিএল, শিখা, চৈতন্য, কালান্তর, পাপড়ি, নাগরী, অন্বেষা, রুশদা, অনন্যা আগামী ও অনুপম প্রকাশনীর বইসমূহ পাবেন।
সার্বিক বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম রাহাত বলেন, ‘সবার সহযোগিতায় আমাদের আগামী প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন হোক। এতে আমরা একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারব। বিগত প্রোগ্রাম গুলোতে সবাই যেভাবে আমাদের পাশে ছিলেন, আগামীতে একইভাবে সবার সহায়তায় প্রোগ্রামকে সফল করে শিশুটিকে নতুন একটি জীবন উপহার দিতে পারব, সেই প্রত্যাশা করি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য শাবির ড. আশরাফুল