ইমরান আল মামুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪ সম্পর্কে। গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অথবা তার আগের বছর পরীক্ষায় পাশ করেছে তারাই কেবল এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
তবে এখানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে পয়েন্টের দিক থেকে বেশ কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমরা এই ভর্তি যোগ্যতার সম্পন্ন সম্পর্কে যাবতীয় সফল তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যার মাধ্যমে আপনারা ভর্তি বিজ্ঞপ্তি সহ যাবতীয় সফল তথ্যগুলো পেয়ে যাবেন এক আর্টিকেল এর মাধ্যমে।
বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে তার মধ্যে শীর্ষ কয়েকটি স্থানের মধ্যে রয়েছে এই চট্টগ্রাম পাবলিক বিশ্ববিদ্যালয়। আয়তনের দিক থেকে এ বিশ্ববিদ্যালয়টি অনেক বড় এবং কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে যা এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করতে হয়। বুঝতে পেরেছেন এই বিশ্ববিদ্যালয় কতটুকু বড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩ সম্পর্কে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য জানবো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪ জানার আগে আমরা এই কলেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো। যা আমাদের জানা অবশ্যই দরকার।
সেরা ১০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি অবস্থান করছে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের হাট হাজারী অঞ্চলে। দেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় গুলোর তালিকায় রয়েছে এটি। কারণ ১৯৬৬ সালে ১৮ নভেম্বর এ কলেজটির নির্মাণ করা হয় অর্থাৎ প্রতিষ্ঠাতা করা হয়। শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থী নয় বহিরাগত অর্থাৎ দেশের বাইরের শিক্ষার্থীরাও পড়াশোনা করতে পারবেন নির্দিষ্ট নিয়ম কানুন মেনে। এই কলেজটির সংক্ষিপ্ত নাম হচ্ছে চবি। বাংলাদেশের সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এর অবস্থান রয়েছে তৃতীয় স্থানে।
এই প্রতিষ্ঠানে আসন সংখ্যা নির্দিষ্ট থাকার কারণে শিক্ষার্থীদের কে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ভর্তি হতে হয়। এ অঞ্চলের অন্যতম একটি বিখ্যাত হচ্ছে বিষয় হচ্ছে শাটল ট্রেন। প্রত্যেক শিক্ষার্থীর একবার হলেও ইচ্ছা জাগে এই কলেজে ভর্তি হওয়ার। আজকে আমরা এই ভর্তি পদ্ধতির সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সম্পর্কে তুলে ধরব।
তবে এ বিষয় সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। এখানে পড়ার সমান আর মান যেমন উন্নত ঠিক তেমনি এখানকার পড়াশোনার পরিবেশ অত্যন্ত আধুনিক। বিভিন্ন ক্রীড়া এবং বিনোদনমূলক একাডেমিক থাকলেও এখানে রয়েছে আরও বিভিন্ন ধরনের কলা কৌশল শেখার মাধ্যম। গবেষণার জন্য রয়েছেন ল্যাব। এর গবেষণা কেন্দ্রসমূহের নাম তুলে ধরা হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭টি ইনস্টিটিউট রয়েছে
- আধুনিক ভাষা ইনস্টিটিউট
- কমিউনিটি ওফথমোলজি ইনস্টিটিউট
- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
- চারুকলা ইনস্টিটিউট
- বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট
- ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স
- গবেষণা কেন্দ্রসমূহ
- সামাজিক বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট
বিশ্ববিদ্যালয়ে ৬টি গবেষণা কেন্দ্র রয়েছে
- জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র
- নজরুল গবেষণা কেন্দ্র
- সেন্টার ফর এশিয়ান স্টাডিস
- অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ
- ব্যুরো অব বিজনেস রিসার্চ
- সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিনে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারি মেডিকেল কলেজ
- আন্তর্জাতিক ইসলামিক মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম
- ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
- ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুমিল্লা
- মেডিকেল ইনস্টিটিউট
- ইউনাইটেড কেয়ার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, ব্রাহ্মণবাড়িয়া
- ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা
- মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রাম
- সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম
- সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা
- চট্টগ্রাম ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, চট্টগ্রাম
অন্যান্য কলেজ
- চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
- চট্টগ্রাম ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম
- নিউক্যাসল ইউনিভার্সিটি কলেজ, চট্টগ্রাম
- চট্টগ্রাম ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪
এখন আমরা যে ভর্তির যোগ্যতা আপনাদের সামনে উপস্থাপন করছি এটি হচ্ছে মূলত ২০২৩ সালের ভর্তি যোগ্যতা। এখন পর্যন্ত এখানে কোন ধরনের অর্থাৎ ২০২৪ সালের ভর্তি নোটিশ ব্যাপারে আপডেট দেওয়া হয়নি। আমরা আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিযোগিতা সম্পর্কে। তবে আমরা ২০২৩ সালে অনুযায়ী চবি ভর্তি যোগ্যতা সম্পর্কে জানব।
চবি ভর্তি যোগ্যতা ২০২৪
বিশ্ববিদ্যালয় রয়েছে মোট পাঁচটির মত ডিপার্টমেন্ট। অর্থাৎ যাকে বলা হয় বিভাগ। প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা গুলো থাকলেই একজন শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবেন। শোন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সম্পর্কে জানার সাথে সাথে আমরা এ বিষয়গুলো দেখি নেই।
বিজ্ঞান বিভাগ: একজন প্রার্থীকে এ ডিপার্টমেন্ট এ ভর্তি হওয়ার জন্য কমপক্ষে সর্বমোট এসএসসি এবং এসএসসি পরীক্ষা মিলে ৮ পয়েন্ট থাকতে হবে। তবে প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে কোন পরীক্ষাতে ৩.৫ কম হওয়া যাবে না।
ব্যবসা বিভাগ: এই ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য অথবা আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ৮ পয়েন্ট হতে হবে চতুর্থ বিষয়ে সহ। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় রয়েছে যে অবশ্যই যেকোনো একটি পরীক্ষাতে ৩.৫০ পয়েন্টের কম হওয়া যাবে না।
মানবিক বিভাগ: এই ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সর্বমোট ৭.৫০ পয়েন্ট। এর থেকে কম পয়েন্ট হলে কোনভাবেই আবেদন করতে পারবেন না।
তবে এখানে ভর্তি পদ্ধতি হচ্ছে প্রথমে প্রার্থীরা প্রাথমিকভাবে আবেদন করবেন। এরপর প্রাথমিক বাছাই করানোর পর লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তারাই কেবল এখানে চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পাবেন।
আবেদন পদ্ধতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এখানে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্য এবং ছবি। এছাড়াও নির্দিষ্ট পদ্ধতিতে আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। এরপর আপনাকে পরীক্ষার পূর্বে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনি নির্দিষ্ট পদ্ধতিতে অর্থাৎ একাডেমিক এডুকেশন অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রবেশপত্র। প্রবেশপত্র ব্যতীত কোন শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
আর পরীক্ষার সময় অবশ্যই কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নেওয়া যাবে না। অর্থাৎ মোবাইল ঘড়ি নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সকল প্রকার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। অবশ্যই পরীক্ষার পূর্বে ঠিক ৩০ মিনিট আগেই উপস্থিত থাকার চেষ্টা করতে হবে হলে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ছাড়াও আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত জানতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন। এখানে সকল ভর্তি সংক্রান্ত তথ্য আপডেট দেওয়া হয়ে থাকে সবার আগে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- কেন পড়ব সমাজকর্ম?
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা