Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সাগর শুভ্র, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ১১ অক্টোবর ২০২৩

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন ১২ অক্টোবর  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর নির্বাচন ২০২৩  আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর)  অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (১১ অক্টোবর) বিকেলে নির্বাচনের আগের দিন প্রর্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে ১০ অক্টোবর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ এই ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শাবিপ্রবি গবেষণা কেন্দ্রের পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া ও পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

এ দিকে, আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়