Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৬ অক্টোবর ২০২৩

সঠিক ও যুগোপযোগী শিক্ষাগ্রহণ করলে কেউ বেকার থাকে না: ড. জহিরুল হক

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

সঠিক ও যুগোপযোগী শিক্ষাগ্রহণ করলে কোনো শিক্ষার্থী বেকার থাকে না বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান হলে “স্টার্ট আপ কম্পাস-বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রাম”র নামে এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আইডিয়া প্রকল্পের আওতায় সরকারের আইসিটি বিভাগ কর্তৃক এ কর্মশালা আয়োজন করা হয়।
 
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের শিক্ষাদানের পাশাপাশি তাদের উদ্ভাবনী ও মেধাশক্তির বিকাশ ঘটিয়ে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই।

উপাচার্য বলে, "স্টার্ট আপ হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। লেখাপড়া শেষ করে চাকুরী করতে হবে এরকম গতানুগতিক ধারণা থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসতে হবে। আমাদের দেশের তরুণরা কেবল শারিরীকভাবে সক্ষম নন; তাদের উদ্ভাবন ও মেধা শক্তি অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।  

তিনি আরো বলেন,  তথাকথিত চাকরি না করে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজের ভাগ্যোন্নয়ের পাশাপাশি পরিবারের মুখে হাসি ফুটাবে।  এই বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা অনেককে তাদের প্রতিষ্ঠানে চাকুরী দিচ্ছে। দেশের অনেক ব্যবসা ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের উপর নির্ভরশীল। সেটা আমাদের জন্য গর্বের।”

এসময় আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. ইমরান উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, বেপ্রো কনসালটেন্সী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন সাহা, টেক্সনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক প্রমুখ।

উল্লেখ্য, এদিন ৭ টি বিভাগের বিভিন্ন ব্যাচের নির্বাচিত ১২০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়