Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৬:১৭, ২৫ জুলাই ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে

এখন পর্যন্ত অনিশ্চিত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়টি। কেননা সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রী এ বিষয়ে তথ্য দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের এবং অন্যান্যদের। চলুন এখন আমরা এই বিষয় নিয়ে আপনাদের সামনে সঠিক তথ্যটি তুলে ধরি। 

এক সপ্তাহর বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাংলাদেশের যতগুলো সরকারি বেসরকারি এমনকি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও বন্ধ। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে মূলত সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলন এর প্রেক্ষাপটে অনুসারে। যাতে করে শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারে এবং পরবর্তী সময়ে তারা বিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারেন। কেননা এই আন্দোলনরত অবস্থায় বেশ হতাহতের ঘটনা ঘটে এমনকি মারাও যান অনেকে। মূলত নিরাপত্তার বিষয়কে মাথায় রেখেই এই বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য।

 
শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে 

শিক্ষার্থী এবং অভিভাবকদের উভয়ের জানার আগ্রহ এখন এই সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয় নিয়ে। কারণ প্রায় এক সপ্তাহ চলমান রয়েছে এই ছুটি আবার অন্যদিকে রয়েছে কারফিউ জারি। তা নিয়েই আগ্রহ ছিল সবার জানার সে বিষয়ে সম্পর্কে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গ নিয়ে শিক্ষা মন্ত্রী একটি বিবৃতি দেন এক সংবাদ সম্মেলনে। তিনি জানান শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রত্যেকটি জেলা প্রশাসক নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এবং তার সম্পর্কে জানানোর পর বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা দেওয়া হবে।

একই সঙ্গে তিনি এই সম্মেলনে উল্লেখ করেন এই আন্দোলনের হতাহত এবং রক্তাক্তের কথা। মূলত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং সকল তথ্যগুলো আলোচনায় এনেই কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেওয়া হবে সে বিষয় নিয়ে পরিষ্কার তথ্য জানানো হবে। 

শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের আই নিউজের সঙ্গে থাকুন। কারণ এখানে আপনারা সকল শিক্ষামূলক তথ্য এবং বিষয়গুলো পেয়ে যাবেন সবার আগে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়