Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ৬ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:৫৩, ৬ ডিসেম্বর ২০২১

অডিওটি সত্য, আমি প্রতিমন্ত্রী মুরাদকে সামাল দিতে চেয়েছিলাম শুধু : ইমন

কলরেকর্ড ও বিভিন্ন বেফাঁস মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে আলোচিত-সমালোচিত হচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। মাহিয়া মাহির সাথে ফোনকলে প্রতিমন্ত্রীর অশ্লীল আচরণ এবং ভাইরাল হওয়া সেই কলরেকর্ড নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ইমন।

ওই ফোনালাপে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বলতে শোনা গেছে, চিত্রনায়ক ইমন ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে আসেন।

ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে মুখ খুলেছেন ইমন। তিনি বলেন, এই অডিওটি সত্য। ২ বছর আগে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। একজন মন্ত্রী যখন কল দেন তখন সেটা এড়িয়ে যাওয়া যায় না।

তিনি আরও বলেন, সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। কোনো অনুভূতি থেকে তিনি কথাগুলো বলছেন সেটা বোঝা যায়।

ইমন আরও বলেন, 'আমি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব কেন? এমন কোনো অভিযোগও কেউ করতে পারবে না। আমি মাহিকে নিয়ে গেছি- এমন কোনো কথা সেখানে নেই। আমি কিন্তু যাইনি, দুই মিনিট দুই মিনিট বলেছি, দুই মিনিটে কি যাওয়া যায়! আমি শুধু প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করেছি।'

ইমন জানান,  ২ বছর আগে সেদিন আমরা বনানীতে ওয়াজেদ আলী সুমনের 'ব্লাড' সিনেমার মিটিং করছিলাম। তখন প্রতিমন্ত্রী হঠাৎ ফোন দেন। অডিওতে কিন্তু আছে, উনি প্রথমেই বলেছেন, 'তুই ফোন ধরস নাই কেন?' আগের দিন ফোন ধরিনি বলে রেগেছিলেন। বাকি আলাপ তো সবাই শুনেছেন। ওনার আলাপ শুনেই কিন্তু আমি বাধ্য হয়ে বলেছি, 'হ্যাঁ, ভাই আসতেছি। দেখছি ভাই'। পরে আমার ফোনে মাহির সঙ্গে কী আলাপ হয়েছে সেটা জানতাম না। তাকে ফোনটা দিয়ে পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। পরে মাহি আমি কেউই সেখানে যায়নি।

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল কথাবার্তার বিষয়ে ইমন গণমাধ্যমকে বলেন, তিনি শিল্পীদের ফোন দিতেই পারেন। কিন্তু, এমন আচরণ অগ্রহণযোগ্য। আমিও হতাশ হয়েছি মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর ফোনালাপ শুনে। আমার সঙ্গে মন্ত্রীর ছবিগুলো এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই ছবিগুলো এফডিসিসহ বিভিন্ন স্থানে তোলা। এতকিছু তো জানতাম না তার সম্পর্কে।

ইমন আরও বলেন, 'মাহিকে যে এভাবে অশ্লীল ভাষায় কথা বলেছেন প্রতিমন্ত্রী, এটা আমি জানতাম না। মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন ডিরেক্টরের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশন নেই। আর মাহিও বিষয়টি নিয়ে আমার সঙ্গে সেভাবে আলোচনা করেনি।'

এদিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। খুলনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল ও যুবদল।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়