Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২

শ্রদ্ধা আর ভালোবাসায় বাপ্পী লাহিড়ীর চিরবিদায়

শ্রদ্ধা আর ভালোবাসায় কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ীকে বিদায় জানালেন তার ভক্তরা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পী লাহিড়ী। তার ছেলে বাপ্পা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। আজ ভোরে পরিবারসহ সেখান থেকে ভারতে পৌঁছান। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পাও।

আরও পড়ুন- অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে বাপ্পী লাহিড়ীর মৃত্যু, জানুন লক্ষণ

শোবিজ অঙ্গনের অনেক তারকা বাপ্পী লাহিড়ীকে বিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন- বিদ্যা বালান, শক্তি কাপুর, অলগা ইয়াগমিন, রুপালি গাঙ্গুলি, ভুষণ কুমার, মিকা সিং, উদিত নারায়ণ প্রমুখ। সবাই ছিলেন অশ্রুসিক্ত।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি গানের জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ী। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়ে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন।

সাতের দশকের শেষ থেকে আটের দশকের পুরোটা এবং তার পরেও বলিউড এবং টলিউড দুই জায়গাতেই সমানতালে চলেছে বাপ্পী লাহিড়ীর যুগ।

আরও পড়ুন- কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী 

২০২০ সালে তার শেষ গান ছিল ‘বাগি-৩’ ছবির জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পী লাহিড়ীর সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনই সংগীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পী লাহিড়ী ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ