Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২১:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২২

পিরিত হইলো ‘ফ্রিল্যান্সিং’, বিবাহ হইলো ‘চাকরি’ : মারজুক রাসেল

একুশে বইমেলায় কবিতার বই এসেছে দেশের অন্যতম অভিনয়শিল্পী এবং কবি মারজুক রাসেলের। স্বল্পদৈর্ঘ্যের এসব রোমান্টিক-কমেডি ধাচের কবিতা সাড়া ফেলেছে পাঠকদের মধ্যে। সোশ্যাল মিডিয়া সরগরম মারজুক রাসেলের কবিতার বই 'হাওয়া দেখি, বাতাস খাই'। 

প্রতিদিনই মারজুক রাসেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর কবিতা। নিজেই আবৃত্তি করে শোনান ভক্তদের। এদিকে মারজুক রাসেলের ফ্যানবেজের বড় একটা অংশ সাথে সাথেই তাঁদের 'আইকনের' বা 'গুরুর' কবিতা আবৃত্তি সেইম সেইম করার চেষ্টা করেন। মারজুক নিজেও তাঁদের বাহবা দেন সেগুলো নিজের টাইমলাইনে শেয়ার করেন।

গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মারজুক রাসেল তাঁর ফেসবুকে শেয়ার করেন নিজের একলাইন। সেখানে তাঁকে বলতে শোনা যায়- পিরিত হইলো ‘ফ্রিল্যান্সিং’, বিবাহ হইলো ‘চাকরি'। তাঁর ভক্তদের মধ্যে ভালোরকম সাড়া ফেলেছে তাঁর এই বাণী। 

মারজুক রাসেলের ভক্তরা কমেন্টে তাঁদের নিজেদের 'ফ্রিল্যান্সিং'এর দুইএকটা মন্তব্য তুলে ধরেছেন। বেশিরভাগ ভক্তরা তাঁকে বাহবা দিয়েছেন।

আসলে মারজুক রাসেল মানুষটাই এমন। তার যা মাথায় আসে তিনি সেটা লিখে ফেলেন, যেটা মুখে আসে বলে ফেলেন, মাঝখানে সেন্সর বোর্ডের কোন বাগড়া নেই। হাফপ্যান্ট আর টিশার্ট পরে, মাথায় বেসবল ক্যাপ চাপিয়ে তিনি জমকালো বিয়ের অনুষ্ঠানে চলে যান, মানুষজন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে।

মাথায় সারাক্ষণ কবিতা ঘোরে। শৈশব থেকে তিনি কবি হতে চেয়েছেন, গীতিকার হতে চেয়েছেন, গান লিখতে চেয়েছেন। বুকের ভেতর অশান্ত এক নদী পুষে রেখে তিনি লিখে ফেলেন মীরাবাঈ, কিংবা আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার ওপরে পরেছে! আমরা বুঁদ হয়ে তার লেখা গানগুলো শুনি, যন্ত্রণাকাতর মনের কথা তিনি তুলে আনেন নিজের কলমে।

তিনি চলেন নিজ গতিতে, আপন কক্ষপথে। মায়ের অনুরোধও তাকে ফেরাতে পারে না সেখান থেকে, উল্টো তিনি মা’কে বলেন,

"দেখো মা, খালি সিগারেট না, ক্ষতিকর মনে হইলে তোমারেও আমি ছাইড়া চইলা যামু!" 

তবে সহজ-সরল, স্পষ্টভাষী এই মানুষটিকে পছন্দ করেন দেশের তরুণরা। তাঁরাও হতে চান একেকজন মারজুক রাসেল।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মাহিকে ধর্ষণের ইচ্ছা প্রতিমন্ত্রী মুরাদের, হজ্ব থেকে বোরকা পড়ে যা বললেন নায়িকা

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা

মিন্নির কবরের জীবন

অকালে মারা গেলেন পুনিথ রাজকুমার, তার অর্থে চলতো ২৬ টা অনাথ আশ্রম

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ