Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

শুটিং করতে গিয়ে আহত শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান। ছবি- সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খান। ছবি- সংগৃহীত

দেশের সিনেমার সুপারস্টার বলা হয় শাকিব খানকে। জানা গেছে গতকাল ‘আগুন’ নামক একটি নির্মাণাধীন সিনেমার শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় শাকিব খানের ডান পা মচকে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি তাঁর বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শাকিব খানের ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয়েছিল ‘আগুন’-এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। তারপর ‘আগুন’নিয়ে আর কাজ এগোয় নি। 

ছবিটির প্রযোজনার দায়িত্বে আছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জাহারা মিতু। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা প্রমুখ।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়