মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ১৫:৫৩, ১ অক্টোবর ২০২৩
সেলিব্রিটি ক্রিকেট লীগে তারকাদের অপ্রত্যাশিত সংঘর্ষ
ছবি- সংগৃহীত
ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু সেই ভদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে সংঘর্ষে জড়ালেন সেলিব্রিটি ক্রিকেট লীগে অংশ নেওয়া তারকারা। এতদিন যারা ছিলেন বন্ধু কিংবা সহকর্মী মুহূর্তে তাঁরা হয়ে গেলেন শত্রু। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল।
বিপুল উৎসাহ আনন্দ নিয়ে আটদলে ভাগ হয়ে মাঠে নেমে পড়েন তারকারা। তবে সেই আনন্দ আনন্দ বিষাদে পরিণত হতে সময় নেয়নি। অপ্রত্যাশিত ভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারকারা। ঊনত্রিশ সেপ্টেম্বর ছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল এর দ্বিতীয় দিন। এদিন গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাত এগারোটার পর খেলা শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। যা একসময় মারামারিতে রূপ নেয়। সেখানে মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে বিপক্ষ দলের খেলোয়াড়দের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে।
এই সংঘর্ষে আহত ছয় জনের মধ্যে আছেন রাজদীপাও। অন্যরা হলেন শিশির সর্দার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানিয়েছেন নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুলও খেলছেন একই দলে। তিনি জানিয়েছেন প্রকৃত তারকারা সেলিব্রিটি ক্রিকেট লিগ বা CCL এ খেলছেন না। বাইরে থেকে খেলোয়াড় আনা হয়েছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন অস্তি বস্তি থেকে ছেলেপেলে নিয়ে আসছে তারা। আমরা চিনি না। অবজেকশন দিতেও পারি না। ছেলেগুলোকে বাদ দিতে বলে। আইসাই ব্যাট নিয়ে এই বলতেছে, ‘ভাই আমরা ঢাকায় ইউনিভার্সিটিতে পড়া পোলাপান’। এরা তো খেলাটাকে হাডুডু বানায় ফেলছে সন্ত্রাসী ছেলেপেলে এনে। আমি আইনের ব্যবস্থা নেবো।
নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে অফিসিয়ান বক্তব্য ও ব্যাখ্যা দিবেন তারা। তবে মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারির পর মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নির্মাতা দীপঙ্কর দীপন গনমাধ্যমকে বলেন, যা বলা হইছে রাগের মাথায় এগুলো ধরবেন না। অফিসিয়ালl মন্তব্য বিচার হচ্ছে। রিপ্লে দেখা হচ্ছে, রিভিউ হচ্ছে, যা হবে আমাদের কর্তৃপক্ষ ঠিক মতো আপনাদেরকে জানাবে।
এর আগে ২৮ সেপ্টেম্বর দেশের সবিস তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ বা CCL। প্রায় দুই সপ্তাহ অনুশীলনের শেষে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামার কথা তিরিশ সেপ্টেম্বর। তবে এই ঘটনার পর টুর্নামেন্টের সফল সমাপ্তি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আই নিউজ/আর
আরও পড়ুন
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- সেরা পাঁচ হরর মুভি
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে