Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ১৭ অক্টোবর ২০২৩

বাবা হলেন সুপারস্টার জিৎ 

কলকাতার সিনেমার জনপ্রিয় নায়ক জিৎ

কলকাতার সিনেমার জনপ্রিয় নায়ক জিৎ

ছেলের বাবা হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার জিৎ। গেল সোমবার (১৬ অক্টোবর) তার এ সন্তানের জন্ম হয়। খবরটা সামাজিক যোগযোগমাধ্যমে নিজেই স্ট্যাটাস লিখে জানিয়েছেন এই সুপারস্টার।

স্ত্রী মোহনা ও নবজাতক ভালো আছে। সদ্য জন্ম নেয়া ছেলে ছাড়াও জিৎ-মোহনা দম্পতির ১১ বছরের একটি মেয়ে আছে। তার নাম নভন্যা।

জিৎ তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।”

দিন কয়েক আগেই পরিবারে নতুন অতিথি আসার কথা ঘোষণা করেন অভিনেতা। তখন তিনি লিখেছিলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।”

এদিকে ২৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে জিতের পরবর্তী সিনেমা ‘মানুষ’।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়