Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ১৮ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৪:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৩

নির্বাচনে মাহিয়া মাহির মার্কা ট্রাক

চিত্রনায়িকা মাহিয়া মাহি  রাজশাহী-১ আসনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ট্রাক মার্কা নিয়ে ভোটে অংশ নেবেন মাহিয়া মাহি।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবর মাহিয়া মাহি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  

মাহিয়া মাহি জানান, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।

নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়