Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ ডিসেম্বর ২০২৩

মাত্র ৪ দিনেই ২৫০ কোটি রুপি আয় করেছে ‘সালার’

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাহুবলী সিনেমার পর আর সেভাবে ভক্তদের মন জোগাতে পারছিলেন না দক্ষিনী সিনেমার সুপারস্টার প্রভাস। তবে, এই নায়কের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘সালার’ প্রেক্ষাপটে আসতেই ঝড় তুলেছে দর্শকদের মাঝে। যেন পুরোনো সেই রেবেল স্টার প্রভাসকেই আবার ফিরে পেলেন দর্শকরা। ভারতসহ সারা বিশ্বে প্রেক্ষাপটগুলোতে দাপটের সঙ্গে চলছে সালারের শো। মাত্র চারদিনের ২৫০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি। 

স্যাকনিক ডট কম-এর রিপোর্ট বলছে, সোমবারের মধ্যে ‘সালার’ দেশীয় বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৫০ কোটি টাকা রুপি।

স্যাকনিক ডট কম-এর রিপোর্ট অনুযায়ী, ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ সিনেমা ইন্ডিয়া বক্স অফিস কালেকশন- প্রথম দিনের আয় ছিল ৯০.৭ কোটি রুপি। (যার মধ্যে তেলেগু থেকে ৬৬.৭৫ কোটি রুপি, মালায়লামে ৩.৫৫ কোটি রুপি, তামিলে ৩.৭৫ কোটি রুপি, কন্নড় থেকে ৯০ লাখ রুপি এবং হিন্দিতে ১৫.৭৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনের আয় ৫৬.৩৫ কোটি রুপি (যার মধ্যে তেলেগু থেকে ৩৪.২৫ কোটি রুপি, মালায়লামে ১.৭৫ কোটি রুপি, তামিলে ৩.০৫ কোটি রুপি, কন্নড়ে ৯৫ লাখ রুপি এবং হিন্দিতে ১৬.৩৫ কোটি রুপি আয় করেছে।

তৃতীয় দিনের আয় ৬২.০৫ কোটি রুপি (যার মধ্যে তেলেগু থেকে ৩৫ কোটি রুপি, মালায়লামে ১.৫৫ কোটি রুপি, তামিলে ৩.২ কোটি রুপি, কন্নড়ে ১.২ কোটি রুপি, হিন্দিতে ২১.১ কোটি রুপি আয় করেছে। চতুর্থ দিনের আয় সব ভাষার মিলিয়ে দেশীয় বক্স অফিসে ৪১.২৪ কোটি রুপি। যা নেট উপার্জন করেছে। সবমিলিয়ে সিনেমার আয় দাঁড়িয়েছে ১৫০.৩৪ কোটি রুপি।

প্রভাসের ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল। এ সিনেমাতে প্রভাস ছাড়া আছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু। সিনেমাটি ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, কাল্পনিক শহর খানসারের প্রেক্ষাপটে ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ সিনেমার গল্প তৈরি হয়েছে। এখানে দুই বন্ধু দেব (প্রভাস) এবং ভারদাকে (পৃথ্বীরাজ) ঘিরে গল্প এগিয়েছে। যেখানে সিনেমার মূল নায়কের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়