Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ১৮ জানুয়ারি ২০২৪

প্রকাশ পেল প্রভাসের ‘দ্য রাজা সাব’ সিনেমার পোস্টার

প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ এর পোস্টার। ছবি- সংগৃহীত

প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ এর পোস্টার। ছবি- সংগৃহীত

দক্ষিণি সিনেমার সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমার উত্তাম এখনো পুরোদমে কাটেনি ভারতের প্রেক্ষাগৃহগুলোতে। বছরের শেষদিকে মুক্তি পাওয়া প্রভাসের এই সিনেমাটিকে ব্যবসা সফলের তালিকাতেই ধরা হচ্ছে। ‘সালার’ সিনেমার রেশ কাটতে না কাটতেই সামনে এল প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ এর পোস্টার। 

জানা গেছে, ‘দ্য রাজা সাব’ সিনেমাটি পরিচালনা করছেন মারুতি। সিনেমার পোস্টারও প্রকাশ করা হয়েছে। রোমান্টিক ও ভৌতিক ঘরানার সিনেমায় এবার প্রভাসকে দেখা যাবে।

এ সিনেমার মাধ্যমে প্রভাস অন্যতম আলোচিত পরিচালক মারুতির সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘পিপল মিডিয়া ফ্যাক্টরি’ ব্যানারের অধীনে আসবে এ সিনেমা। গত ২৯ ডিসেম্বরেই নতুন সিনেমার কথা ঘোষণা করেন পরিচালক। তখন যদিও নাম ঘোষণা হয়নি।

বিশাল আয়োজনে নির্মাণ হবে এ সিনেমা। তামিল, কন্নড়, মালয়লাম, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে এ সিনেমা। টিজি বিশ্ব প্রসাদে প্রযোজিত, বিবেক কুচিবোতলা সহ-প্রযোজিত, ‘দ্য রাজা সাব’ একটি আগাগোড়া বিনোদন নির্ভর সিনেমা হতে যাচ্ছে এটি। এতে আবারও ভয়ংকর রূপ ও চরিত্রে ফিরছেন প্রভাস।

‘দ্য রাজা সাব’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক থমন এস।

গত বছরের ডিসেম্বরেই ঘোষণা করা হয়েছিল জানুয়ারিতে এ সিনেমার ঘোষণা কথা ঘোষণা করা হবে। সেই কথা অনুযায়ী আজ (১৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে প্রভাসের প্রথম লুক, নাম ও পোস্টার। পরিচালক সোশ্যাল মিডিয়ায় এ সিনেমার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়