Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৩ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন যেসব অভিনেত্রীরা

সংরক্ষিত নারী আসনে লড়তে মনোনয়ন কিনেছেন এই তিন অভিনেত্রী।

সংরক্ষিত নারী আসনে লড়তে মনোনয়ন কিনেছেন এই তিন অভিনেত্রী।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরিমধ্যে মনোনয়ন পত্র বিক্রিও শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবছর নারী আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন কিনেছেন একাধিক অভিনেত্রী। যাদের মধ্যে রয়েছেন কিছু জনপ্রিয় ও তরুণ মুখও। 

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিনই ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। মনোনয়ন কেনা যাবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত।

ওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন- অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন ও জাকিয়া মুন। সব তারকাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বগুড়া অঞ্চল থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করে অপু বিশ্বাস বলেন, আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমাকে সুযোগ দেয়া হলে নারীর উন্নয়নে কাজ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বাবার আদর্শে আমিও আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই।’

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণও। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়