Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

রুপম আচার্য্য:

প্রকাশিত: ২১:২৬, ১৮ মার্চ ২০২৪

বসন্ত উৎসব

রবীন্দ্রনাথের গানে নাচে বসন্ত উৎসব উদযাপন

বসন্ত উৎসবে নৃত্য পরিবেশেন করছে শিল্পীরা  ছবি: আই নিউজ

বসন্ত উৎসবে নৃত্য পরিবেশেন করছে শিল্পীরা ছবি: আই নিউজ

‘আবির রাঙ্গা অন্তরাগ মুছিয়ে দিক মনের দাগ, বসন্তের এই মধুর দিনে রাঙ্গুক রং মনে প্রানে’ এই স্লোগানে কলকাতার নিউটাউন নজরুল তীর্থ প্রাঙ্গণে শতাধিক নৃত্য শিল্পীদের অংশ গ্রহণে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিট্টু ডান্স কোম্পানির আয়োজনে বসন্ত উৎসবটি বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জায়গায় থেকে আগত বিশিষ্ট নৃত্যশিল্পীরা তাঁদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন।

তুহিন মহাপাত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গুরু শ্রীমতি অমিতা দত্ত, শ্রী কোহিনূর সেন বরাট, রাজীব ভট্টাচার্য্য, ডা. অর্কদেব ভট্টাচার্য্য, রাহুল দেব মন্ডল, অমিতাভ দত্ত, কুশল ভট্টাচার্য্য প্রমুখ।

বিট্টু ডান্স কোম্পানির পরিচালক বিট্টু মন্ডল আই নিউজকে বলেন, ‘প্রতিবার আমাদের নতুন নতুন চিন্তা-ভাবনা প্রকাশ পায় কাজের মাধ্যমে। এ বছরও আমাদের ভাবনা ছিলো পরিবেশ বান্ধব। আমাদের উদ্দেশ্য ছিলো কোন রাসায়নিক রঙ ছাড়া অনুষ্ঠান উদযাপন করা। তাই, ফুলের আবির এবং ফুল এর মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়েছিলো অতিথিদের।’

 

আই নিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়