Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ৭ এপ্রিল ২০২৪

উৎসব রাঙাতে এলো মমিতার ` রোদনভরা এ বসন্ত `

বিদায়ের পথ ধরেছে ঋতুরাজ। প্রকৃতি ও মানুষের মাঝে নতুন উৎসবের হাতছানি। ঋতুবৈচিত্রের এমনই এক সন্ধিক্ষণ রবিঠাকুরের গানে রাঙাচ্ছেন সিলেটের উদীয়মান শিল্পী মমিতা সিনহা।

সম্প্রতি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ পেয়েছে  রবীন্দ্র সঙ্গীত 'রোদন ভরা এ বসন্ত...'।

মিউজিয়াম ভিডিও চিত্রায়ণ হয়েছে কবিগুরুর 'সুন্দরী শ্রীভূমি' সিলেটের মনোরম লোকেশনে।

কণ্ঠশিল্পী মমিতা জানান, আসছে বাংলা বর্ষবরণ উৎসব, দরজায় কড়া নাড়ছে ঈদ আনন্দ - বসন্তের শেষভাগটুকু তাই স্মরনীয় করে রাখতেই এই গানকে নতুন করে উপস্থাপনের প্রচেষ্টা।  এর ভিডিওটিও তাই চিত্রায়িত হয়েছে প্রকৃতির বুকে।

একটু ভিন্ন আবহে তৈরি মিউজিক ভিডিওটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা শিল্পীর।

গানটির সঙ্গীতদয়োজনে ছিলেন সুদীপ চক্রবর্তী ; ভিডিও ধারণ  করেছেন অস্মিত অভি ও সাগর রায়। ভিডিও সম্পাদনা করেছেন অস্মিত অভি।

গানের সাথে রবিঠাকুরের কবিতার অংশবিশেষ আবৃত্তি করেছেন প্রত্যুষ তালুকদার। 

মিউজিক ভিডিওটি দেখা যাবে:  https://www.facebook.com/musicalmomita?mibextid=ZbWKwL  ফেস ফেসবুক পেজ এবং   https://youtube.com/@JaflongMeghalaya?si=jdsuwcJmFxR206J8 - এই ইউটিউব চ্যানেলে।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়