Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:১৮, ১৫ এপ্রিল ২০২৪
আপডেট: ২৩:২৪, ১৮ এপ্রিল ২০২৪

ঈদে মুক্তি পেয়েছে হাসান মুহতারিমের `অকুল দরিয়া`

নিজের গানের পোস্টারের সঙ্গে শিল্পী ও পুলিশ কর্মকর্তা হাসান মুহতারিম।

নিজের গানের পোস্টারের সঙ্গে শিল্পী ও পুলিশ কর্মকর্তা হাসান মুহতারিম।

এই ঈদে মুক্তি পেল হাসান মুহতারিমের এর কথায় ও সুরে ও কণ্ঠে অকুল দরিয়া শিরোনামে ফোক ঘরণার এই গান। গানের কথা ও সুর লিখার পাশাপাশি গানটির গল্পও তিনি লিখেছেন। 

হাসান মুহতারিম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনের দায়িত্ব পালন করছেন। 

হাসান মুহতারিম জানান, আমি এই প্রথম কোনো ফোক ঘরনার গান গাইলাম নিজের লিখা ও সুরে। শ্রোতারা আমাকে বরাবরি রক জনরার গানে পেয়ে থাকেন। এইবারই প্রথম ফোক গানে আমাকে পাবে। আমি ব্যাপারটা নিয়ে খুবি এক্সাইটেড। আমি গান পাগল মানুষ। আমি আমার প্রতিটা গানই খুব যত্ন নিয়ে করি। এই গানটাতেও যত্নের কোনো কমতি ছিলোনা। এমএমপি রনি খুব সুন্দর সঙ্গীতায়োজন করেছেন । 

তিনি জানান, বেশ কিছুদিন আগেও আমার কুয়াশা শিরোনামের একটি গান রিলিজ পেয়েছিলো। গানটি বেশ সাদরে মানুষ গ্রহণ করেছিলো। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। সেই ধারাবাহিকতায় কুয়াশা২ এর গান অলরেডি তৈরি করেছি। আমরা এখন ভিডিও তৈরি নিয়ে প্রি-প্রোডাকশন করছি এটাও হয়ত কিছুদিন পর রিলিজ করবো।  

পরিচালক রাজ বিশ্বাস শংকর বলেন, জানান হাসান মুহতারিন ভাই বরাবরি খুব সুন্দর গান করেন এই গানটিও ব্যাতিক্রম নয়। আর সবচেয়ে বড় কথা হাসান ভাইয়া অনেক ক্রিয়েটিভ মানুষ। ভিডিও পরিচালনার ক্ষেত্রে উনি আমাকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছেন এবং অনেক বিষয়ে আমাকে সাহায্য করেছেন প্রতিনিয়ত। আমরা আমরা ঢাকার বাহিরে গোপালগঞ্জ নামের একটি গ্রামে ভিডিওটির শুটিং করেছি। শুটিং করতে গিয়ে আমরা অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছি কিন্তু, ফয়সাল আহমেদ ভাইয়ের সহযোগিতায় দিনশেষে আমরা একটি সুন্দর ভিডিও করতে সক্ষম হয়েছি। আশাকরছি দর্শক ভিডিওটি খুব পছন্দ করবে । 

গানটিতে ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান এবং সম্পাদনায় ছিলেন এস এম তুসার। কলাকুশলীরা অনেক কষ্ট করেছেন ভিডিওটি নির্মাণ করতে। 

গানটির মিউজিক এরেনজার এম এমপি রনির বলেন, হাসান মুহতারিম ভাইয়ার সাথে এর আগেও অনেক কাজ হয়েছে। উনার সুরে মিউজিক এরেজ্ঞ করতে বরাবরি খুব ভালো লাগে। কিন্তু এই গানটা গতানুগতিক ধারার বাহিরের গান। হাসান মুহতারিম ভাইয়ার সুরে এই গানটিতে মিউজিক এরেজ্ঞ করে আমি খুবি আনন্দ পেয়েছি। 

উল্লেখ্য, হাসান মুহতারিমের মুক্তিপ্রাপ্ত আরো গানগুলো হলো- কুয়াশা, গাঙচিল, দেয়াল, অসুস্থ শহর। এসব গান ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা হয়েও হাসান মুহতারিমের সাংস্কৃতিক অবদানের জন্য ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়