Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ২৯ জুন ২০২৪

এবার ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খানের তুফান 

শাকিব খান অভিনীত সিনেমা তুফানের পোস্টার। ছবি- সংগৃহীত

শাকিব খান অভিনীত সিনেমা তুফানের পোস্টার। ছবি- সংগৃহীত

শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তুফান’ বাংলাদেশে এবছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছে। দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পর থেকেই ব্যাপক আলোচনায় রায়হান রাফির সাথে জুটিবদ্ধ হয়ে করা শাকিব খানের এই সিনেমা। শোনা গেছে, আগামী ৫ জুলাই তুফান সিনেমা ভারতের সিনেমা হলে মুক্তি পাবে।

বলিউডের বিখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ফেসুবক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। ২৯ জুন ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে ‘তুফান’ সিনেমার পোস্টার শেয়ার করে এই বিশ্লেষক জানান, বাংলাদেশের সুপারহিট সিনেমা ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে।

এই পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, সিনেমাটি শুধু পশ্চিমবঙ্গে নয়, মুক্তি পাচ্ছে ভারতজুড়ে হিন্দি-বাংলাসহ নানাবিধ ভাষায়। এর আগে ২৮ জুলাই বিশ্বের আরও ১৫টি দেশে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি।

শাকিব খান ছাড়াও ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ওপার বাংলার মিমি চক্রবর্তী প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়