Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ২ সেপ্টেম্বর ২০২৪

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা 

ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

দেশের আলোচিত, বিতর্কিত ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হ-ত্যা মামলায় আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে। জানা গেছে একই মামলায় আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদি'র বাবাকেও।

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা'র বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। 
এজাহার সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। আর তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীকে করা হয়েছে ২২ নম্বর আসামি। 

যাত্রাবাড়ী থানায় দায়ের করা এ হ*ত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলাটি করেছেন মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। মামলার ব্যাপারে ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেছেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত, আর কে জড়িত নয়।

গত জুন মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগের নেতা-কর্মী ও সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিলে ১৬ জুলাই তা সংঘাতে পরিণত হয়। এর পর থেকে আন্দোলন তীব্র হতে থাকে। পাশাপাশি আন্দোলন দমাতে সরকার বল প্রয়োগের মাত্রা বাড়িয়ে দেয়। শেখ হাসিনা সরকারের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব, বর্ডার গার্ড এবং আওয়ামীলীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে। এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু ঘটে। রাজধানীর যাত্রাবাড়িতেও তাদের গুলিতে বেশ কয়েকজন মানুষ প্রাণ হারায়।

কে এই তৌহিদ আফ্রিদি
তৌহিদ আফ্রিদি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের একজন। তবে, নানা কারণে নানা সময় বিতর্কেও জড়িয়েছে এই তরুণ ইউটিউবারের নাম। তার বাবা মাই টিভির চেয়ারম্যান এবং মালিক। 

নিজের পরিবার, জীবনযাপন ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করেন তিনি। যদিও সরকার পতনের পর থেকে তৌহিদ আফ্রিদি তেমন একটা সামনে আসেননি। 

মাঝে আলোচনায় এসেছিলেন এক সময়ের শিশু শিল্পী প্রার্থনা ফারদিন দিঘীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে। তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির প্রেমের গুঞ্জনটা বহুদিনের। তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে দীঘি বলেছিলেন, ‘‘তৌহিদ আফ্রিদি আমার খুব ভালো ফ্রেন্ড। ওর সঙ্গে আমার ‘তুই তুকারি’ সম্পর্ক। যদিও আমাদের দেখা কম হয়েছে। আমি যখনই ওকে ফোন দেই, ও ফোন ধরে আগে আমাকে তুই বলে একটা গালি দেয়। ওর সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক। সো, ফ্রেন্ডের চেয়ে বিশেষ কিছু হওয়ার প্রশ্নই ওঠে না।’’

আন্দোলনকারী শিক্ষার্থীদের আফ্রিদির প্রতি ক্ষোভের কারণ 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরেও আলোচনায় ছিলেন তৌহিদ আফ্রিদি। তার বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন এবং সাধারণ ছাত্রদের আন্দোলনে নীরব থাকা নিয়ে সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আন্দোলনকারীর তোপের মুখে পড়েন আফ্রিদি। তাকে নিয়ে নানা ধরণের ভিডিও ইউটিউবে প্রচারিত হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়