Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২১

কঙ্গোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

লুকা আতানাসিও

লুকা আতানাসিও

আফ্রিকার কঙ্গোতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আতানাসিওকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর কিভুর রাজধানী গোমার উত্তরে এ ঘটনাটি ঘটে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

ডিআর কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গোমার কাছে হামলার মুখে পড়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গাড়িবহর। যার মধ্যে ছিলেন ৪৩ বছর বয়সী আতানাসিও।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

ওই গাড়িবহরে থাকা ইতালির সামরিক পুলিশের একজন কর্মকর্তা এবং আরেক ব্যক্তি নিহত হন।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আফ্রিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইও। তিনি জানান, কী ঘটনা ঘটেছে সেটি উদ্‌ঘাটনে কোনো ছাড় দেওয়া হবে না। 

কর্মকর্তাদের বরাতে ধারণা করা হচ্ছে, ভিরুঙ্গা ন্যাশনালের পার্কের কাছে অপহরণের চেষ্টা থেকে এ হামলার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এ হামলার পেছনে কারা আছে। তবে পার্ককে ঘিরে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ততপর আছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়