Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২ আগস্ট ২০২১
আপডেট: ১৯:১৩, ২ আগস্ট ২০২১

জেফ বেজোস নয়, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী আর্নলড

বার্নার্ড আর্নলড ও জেফ বেজোস।

বার্নার্ড আর্নলড ও জেফ বেজোস।

বিশ্বের শীর্ষ ধনীদের নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এতোদিন শীর্ষ ধনীর স্থানটা ছিলো আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের, এখন সেই আসনে উঠে এসেছেন অন্য আরেকজন। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের (এমএইচএলভি) মালিক বার্নার্ড আর্নলড।

ফোর্বস জানিয়েছে, গত শুক্রবার এক দিনে আমাজনের   শেয়ারের ৭ দশমিক ৬ শতাংশ দরপতন হয়। তাতে বেজোসের সম্পদ কমে যায় ১ হাজার ৩০০  কোটি ডলার। সেই সুযোগে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান মোয়েট  হেনেসি লুই ভিটনের (এমএইচএলভি) মালিক বার্নার্ড আর্নলড। 

কিছুদিন আগে জেফ বেজোস শখের বশেই অদ্ভুত আকৃতির এক স্পেসশিপে করে পাড়ি দিয়েছিলেন মহাকাশে। এই ভ্রমণের সঙ্গী করেছিলেন তিনি তার মতোই আরও বুড়োবুড়িদের। তখন ব্যাপারটি বিশ্বব্যাপী সাড়াও ফেলেছিলো। তবে জেফ বেজোস মহাকাশে থাকা সময়ে আরও একটি আলোচনা উঠে এসেছিলো, তার অনুপস্থিতিতে পৃথিবীতে শীর্ষ ধনী কে? জেফ বেজোস ১১ মিনিটে মহাকাশ ঘুরে আসেন, এই সময়ে পৃথিবীতে শীর্ষ ধনী কে ছিলেন সেটা নিয়ে হাস্যরস ও রসিকতা দেখা গেছে সোশ্যাল মিডিয়াগুলোতে।

তবে এবার এটি সেই রসিকতা নয়, আর বেজোসও এখন আর মহাকাশে নেই। শেয়ারবাজারের আমাজনের দরপতনে শীর্ষ ধনীর স্থান পেয়ে গেছে বার্নার্ড আর্নলড। এ বছর মে মাসের শেষ থেকেই এই দুই ধনকুবের মধ্যে বিশ্বের শীর্ষ ধনী হওয়ার হাড্ডাহাড্ডি লড়াই ছিল। এ লড়াই জুনের প্রথম পর্যন্ত চলে। কিন্তু ৫০ দিন ধরে বেজোসই ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

যে শেয়ার বাজারে আমাজনের জেফ বেজোস ক্ষতির মুখোমুখি হয়ে শীর্ষ ধনীর স্থান হারিয়েছেন, সেদিন কিছুটা ক্ষতি বর্তমান শীর্ষ ধনী আর্নলডেরও হয়েছে। তার বিলাসপণ্যের ব্র্যান্ডের সমষ্টিগত শেয়ার ১ দশমিক ৪ শতাংশ পড়ে যায়। এতে আর্নলডও ২৯০ কোটি ডলার সম্পদ হারান, কিন্তু সপ্তাহ শেষে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৯ হাজার ২৯০ কোটি ডলার, যা বেজোসের চেয়ে ৫০ কোটি ডলার বেশি।

আর শেয়ার বাজারের এ দরপতনই বদলে দেয় দাবার বোর্ড। শীর্ষ ধনীর স্থান থেকে ছিটকে পড়েন জেফ বেজোস, উঠে আসেন বার্নার্ড আর্নলড।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ