Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৪:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২১

৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস

গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। সোমবার (২৭ সেপ্টেম্বর) এই ভূমিকম্প হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-র বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূখণ্ডের ২ কিলোমিটার (১.২৪ মাইল) নিচে। এর কেন্দ্রস্থল ছিল ক্রিট দ্বীপের হেরাকলিওন শহর থেকে ১৬ মাইল দক্ষিণ-পূর্বে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সোমবারের এই ভূমিকম্পটি ছিল খুবই শক্তিশালী। এসময় আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

দ্বীপটির মচোস থেকে এক ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট’কে জানান, ‘ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। এসময় আতঙ্কে অনেক মানুষ চিৎকার শুরু করেন।’

অন্যদিকে হেরাকলিওন শহর থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের কারণে সৃষ্ট আতঙ্কে সেখানকার একটি স্কুল খালি করে দেওয়া হয়। এছাড়া স্ট্যালিস থেকে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, কয়েক মিনিট ধরে কম্পন অনুভূত হয় এবং সেখানকার ভবনগুলোও প্রাকৃতিক এই দুর্যোগটির কারণে কাঁপছিল।

ভূমিকম্পের সময় ক্রিট দ্বীপে অবস্থান করা ব্রিটেনের এক নাগরিক ইএমএসসি’কে জানান, আমি কখনোই এই ধরনের ভূমিকম্প দেখিনি। কম্পনের তীব্রতায় ভয় পেয়ে গিয়েছিলাম। তবে ভবনের কোনো ক্ষতি হয়নি বলেই মনে হচ্ছে। অবশ্য রাস্তায় ফাঁটল সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, তিনি নিরাপদে আছেন এবং যেখানে অবস্থান করছিলেন; সেখানে সবকিছুই ঠিক আছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ