আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২১
মমতার টিকে থাকার লড়াই

পশ্চিমবঙ্গের ভবানিপুরসহ তিন আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নির্বাচনে লড়ছেন। ভবানিপুরের ভোটেই নির্ধারিত হবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকছেন কিনা। বিজেপির হয়ে লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। এই মহারণে তৃণমূল বা বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।
নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্রের সব বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার।
নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভোটারদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল নেত্রী। বলেন, 'গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।'
২০১১ ও ২০১৬ সালে ভবানীপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন মমতা। সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোভনদেব চৌধুরী এই আসনে জয়ী হন। মমতা যাতে এই আসন থেকে উপনির্বাচন করতে পারেন সেজন্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন শোভনদেব। আসনটি শূন্য হওয়ার পর এই উপনির্বাচন হচ্ছে। যে কারণে এই নির্বাচনকে মমতার মুখ্যমন্ত্রী থাকার নির্বাচন হিসেবেই দেখা হচ্ছে।
ভবানীপুরে সকাল থেকে এলাকা পরিদর্শন করছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। জয়ের বিষয়ে আশাবাদী তিনি। সকাল থেকে বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কাও।
ভোটের ফল নিয়ে বিজেপি প্রার্থী বলেন, 'আমি সবকিছু মানুষের উপর ছেড়েছি। যদি মানুষ চায়, তাহলে যা নন্দীগ্রামে হয়েছে সেটা ভবানীপুরেও হবে।'
ভবানীপুর কেন্দ্রে প্রথমে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় কমিশন। শেষ মুহূর্তে বিজেপির অনুরোধে বাহিনীর পরিমাণ বাড়িয়ে করা হয় ৩৫ কোম্পানি।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান