Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১০:২১, ১ অক্টোবর ২০২১

ভারতে বয়স্কদের ৭০ শতাংশ টিকার আওতায়

ভারতে বয়স্কদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ এবং ২৫ শতাংশ দুই ডোজ টিকা গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তাছাড়া যেখানে জনসংখ্যার ঘনত্ব ও মানুষের সমাগম বেশি হয় সে সব জায়গা থেকে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এবং যেকোনো ধরনের উৎসব কম পালন করাই বুদ্ধি মানের কাজ বলে সরকারের তরফ থেকে জানানো হয়।

দেশটিতে ৬৪.১ শতাংশ টিকা গ্রামের কেন্দ্রেগুলোতে এবং ৩৫ শতাংশ শহরে পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত টিকা কেন্দ্রগুলোতে মোট ৬৭.৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

গত সপ্তাহে দেশটিতে মোট শনাক্তের ৫৯.৬৬ শতাংশই কেরালার। এরই মধ্যে সরকার করোনা পরীক্ষায় ফের জোর দিয়েছে এবং প্রত্যেকদিন ১৫-১৬ লাখ করোনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া ১৮টি জেলায় সপ্তাহে করোনা শনাক্তের হার ৫-১০ শতাংশের মধ্যে এবং ৩০ জেলায় ১০ শতাংশের বেশি।

ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৪৮১ জনের। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৮ হাজার ৩০৩ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৩০ লাখ ৩০ হাজার ৬০১৬ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ