Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ৪ অক্টোবর ২০২১
আপডেট: ২১:৩৫, ৪ অক্টোবর ২০২১

মুহাম্মদ (স.) ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট মারা গেলেন যেভাবে (ভিডিও)

সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস (ফাইল ছবি)।

সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস (ফাইল ছবি)।

ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র এঁকেছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস, এবার সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন, এমন সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। আর তাতেই মারা যান লার্স ভিকস।

বিবিসির প্রতিবেদনে জানা যায়- ২০০৭ সালে লার্স ভিকসের আঁকা ইসলামের নবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হলে বহু মুসলমান ক্ষুব্ধ হন। নবীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে ব্লাসফেমি হিসেবে গণ্য হয়। পঁচাত্তর বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকির পেয়েছিলেন। এরপর থেকেই তাকে দেওয়া হতো পুলিশি নিরাপত্তা। 

সড়ক দুর্ঘটনায় পুলিশের দু'জন কর্মকর্তাও নিহত হন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার।

বিবিসির সূত্রে জানা যায়, লার্স ভিকসের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুসলিম বিশ্বে এতটাই ক্ষোভ তৈরি করে যে সুইডেনের তখনকার প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ট পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছিলেন।

এর পরপরই ইরাকের আল-কায়েদা লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।

২০১৫ সালে ভিকস কোপেনহেগেনে বাক স্বাধীনতার উপর একটি বিতর্কে যোগ দেন, যে অনুষ্ঠানটি বন্দুকধারীদের হামলার লক্ষ্যে পরিণত হয়।

বিস্তারিত আইনিউজের ভিডিওতে...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ