আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:০৯, ২৫ অক্টোবর ২০২১
ওমরাহ পালনের ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ শতভাগ মুসল্লিদের জন্য খুলে দেয়ার পর এবার ওমরাহ পালনের ক্ষেত্রেও বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। এখন কেউ দেশটিতে ওমরাহ কতে যেতে চাইলে ১৪ দিন অপেক্ষা করতে হবে না।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।
মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কৌশল কর্মকর্তার প্রধান ডঃ আমর আল-মাদ্দাহ বলেন, করোনা বিধিনিষেধ শিথিল করায় ওমরাহ পালনকারী ও মুসল্লিদের সংখ্যা কাবা শরিফে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, দুই পবিত্র মসজিদের বিধিনিষেধ ওঠায় ওমরাহর আবেদন অনেক বেড়েছে। এই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি। করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় এখন আর আগের অবস্থা বজায় রাখার প্রয়োজন নেই। এখন সবাইকে সুযোগ দেয়া উচিত।
এর আগে গত ১৬ অক্টোবর মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববি শতভাগ মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়। মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা রেখে পরিবেশ অনেকটাই স্বাভাবিক করা হয়েছে। এরপর থেকে হাজার হাজার মানুষ পবিত্র ভূমিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত আগস্টে ওমরাহ চালু করে সৌদি। তবে কয়েকটি দেশের ওপর বাড়তি নিষেধাজ্ঞারোপ করা হয়। এসব দেশের কেউ ওমরাহ করতে চাইলে তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হতো।
আইনিউজ/এসডি
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | ছেলে শিশুর নাম|
ব্রিটেনে এক স্বপ্নবান-শতবর্ষী-সিলেটি দবিরুল ইসলাম | যিনি পেয়েছেন যুক্তরাজ্যের রানীর বিশেষ সম্মাননা
কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান