Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ৩০ অক্টোবর ২০২১

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়িয়েছে

স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে।

গত একদিনে বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৮১ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার জনের। মৃত্যু হয়েছে ৫০ লাখ ৪ হাজার ৩৭০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ৩৫ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৭৭৩ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭ হাজার ৫০৪ জনের।

তালিকায় ৩০ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৫৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৮ হাজার ৩৪২ জন। এদের মধ্যে ১৩৮৯ জনের অবস্থা গুরুতর।

আইনিউজ/এসডি

চায়ের দেশ মৌলভীবাজারে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন

মৌলভীবাজার পৌরসভায় চলছে ৫৫ কোটি টাকার কাজ, মার্চে শেষ হবে সেন্ট্রাল রোডের কাজ

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখেছিল ইকবাল, সিসিটিভি ফুটেজে চিহ্নিত

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

Green Tea
সর্বশেষ