Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ১ নভেম্বর ২০২১

পর্যটকদের জন্য দুয়ার খুলল অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘ ১৮ মাস পর পর্যটকদের জন্য দুয়ার খুলল অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। সোমবার থেকেই দেশ দুটিতে ভ্রমণ করতে পারবেন বিভিন্ন দেশের পর্যটকরা। 

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, ৬০ টিও বেশি দেশের নাগরিক যারা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন তারা ভ্রমণ করতে পারবে। এ ক্ষেত্রে থাইল্যান্ডে পর্যটকদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে অস্ট্রেলিয়ায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গত মাসের শেষের দিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ঘোষণা দেন যে, বিভিন্ন দেশের নাগরিকরা ১ নভেম্বর থেকে কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দেশটির পর্যটন খাতে ধস নামে। এই খাত আবারো গতিশীল করতেই কোয়ারেন্টাইন ফ্রি ভ্রমণের অনুমতি দিচ্ছে পর্যটননির্ভর দেশটি।

আগামী বছরের শেষে দেশটির পর্যটকের সংখ্যা দেড় কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এতে থাইল্যান্ডের অর্থনীতিতে ৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ যোগ হবে।

তবে দেশটিতে এখনো অধিকাংশ এলাকায় কঠোর বিধিনিষেধ রয়েছে। এছাড়া মাত্র ৪২ শতাংশ মানুষ এরইমধ্যে ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। দেশটিতে এখনো প্রতিদিন প্রায় এক হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ