আন্তর্জাতিক ডেস্ক
করোনা চিকিৎসায় এবার মুখে খাওয়ার ওষুধের অনুমোদন

‘মলনুপিরাভির’ ট্যাবলেট।
করোনাভাইরাস নিয়ে এবার বড় একটি সুখবর। ‘মলনুপিরাভির’ নামের একটি মুখে খাওয়ার ট্যাবলেট ওষুধ করোনা চিকিৎসায় অনুমোদন পেয়েছে। সর্বপ্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে এই অনুমোদন দেওয়া হলো। এর মাধ্যমে করোনার চিকিৎসা হবে ট্যাবলেটের মাধ্যমেই।
যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বুধবার (৩ নভেম্বর) এই অনুমোদন দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
যারা করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন, করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা দিনে দুইবার করে এই ট্যাবলেট খাবেন। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক (এমএসডি নামে যুক্তরাজ্যে পরিচিত) উদ্ভাবিত এই মলনুপিরাভির ট্যাবলেটটি করোনার চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।
মূলত ফ্লু’র চিকিৎসার জন্য এই ট্যাবলেট উদ্ভাবন করা হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি সেবনের ফলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু অর্ধেক কমাতে সক্ষম হয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানান, এই চিকিৎসা পদ্ধতি ‘গেমচেঞ্জার’। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্যের জন্য আজ এক ঐতিহাসিক দিন, বিশ্বে প্রথম দেশ হিসেবে একটি অ্যান্টিভাইরাল ওষুধ অনুমোদন পেয়েছে, যা করোনার চিকিৎসায় বাসায় সেবন করা যাবে।
ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানায়, করোনায় আক্রান্ত হালকা থেকে মাঝারি অবস্থার রোগী, যারা স্থূলতা, বেশি বয়স, ডায়াবেটিস বা হৃদরোগের মতো অন্তত একটি গুরুতর ঝুঁকি রয়েছে, তাদের জন্য এই ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান