Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ৯ নভেম্বর ২০২১
আপডেট: ২৩:০০, ৯ নভেম্বর ২০২১

খালি পায়ে ‘পদ্মশ্রী’ নিয়ে নজর কাড়লেন ৭২ বয়সী তুলসি গৌড়া

কর্ণাটকের এক আদিবাসী বৃদ্ধা তুলসী গৌড়া। গাছ লাগানোই যার জীবনের মন্ত্র। পরিবেশ রক্ষায় তার অবদান অনেক। পেয়েছেন ‘অরণ্যের বিশ্বকোষ’ (এনসাইক্লোপিডিয়া অব ফরেস্ট) উপাধি। এবার পেলেন পদ্মশ্রী সম্মান।

পদ্মশ্রী পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ বহু গণ্যমান্য মানুষ। কিন্তু হঠাৎ নজর কেড়ে নিলেন ৭২ বয়সী এই নারী। হাল্কাকি উপজাতির এই নারী আদিবাসী পোশাকের পাশাপাশি নিজেদের রীতি মেনে খালি পায়ে হাজির হন পদ্মশ্রী পুরস্কার নিতে। 

তুলসী গৌড়াকে দেখে একসঙ্গে করজোড়ে সম্মান জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেসব মুহূর্তের ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এমনকি সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদীও।

জানা গেছে, তুলসী গৌড়া গত ছয় দশক গাছ লাগানোকেই বানিয়েছেন জীবনের মন্ত্র। বাড়িয়েছেন সবুজের সমারোহ। তথাকথিত শিক্ষায় শিক্ষিত হতে পারেননি, তবু প্রকৃতির দানের প্রতিদান দেওয়ার পাঠ তার হয়েছে। গত ৬০ বছরে কম করে হলেও ৩০ হাজার গাছের চারা লাগিয়েছেন, সন্তানস্নেহে লালন-পালন করে বড় করেছেন সেগুলোকে। এসব করতে গিয়ে দিনে দিনে বেড়েছে তার গাছগাছালি সম্পর্কে জ্ঞান।

মান্যগণ্য ব্যক্তিত্বের ভিড়েও সোমবার (৮ নভেম্বর) পুরস্কারের মঞ্চে ঠিকই আপন আলোয় উজ্জ্বল হয়ে উঠলেন এ আদিবাসী নারী। এত অর্জনেও ভোলেননি নিজের রীতি-রেওয়াজ, তাই খালি পায়ে প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিতেও কোনো দ্বিধা হয়নি তার। ২১ শতকের আধুনিক যুগে এসেও বৃদ্ধা যেন মনে করিয়ে দিলেন প্রাচীন ভারতের কথা, মাটি ও মানুষের পরম সম্পর্কের কথা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ