Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ নভেম্বর ২০২১
আপডেট: ০৯:৪৯, ১৪ নভেম্বর ২০২১

ইকুয়েডরের কারাগারে ফের ভয়াবহ দাঙ্গা, ৬৮ বন্দি নিহত

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

ইকুয়েডরের একটি কারাগারে ফের ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে ৬৮ বন্দির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

দক্ষিণ আমেরিকার দেশটির স্থানীয় সময় শুক্রবার ভয়াবহ এই দাঙ্গার ঘটনা ঘটে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। দেড় মাসের মধ্যে দেশটির কারাগারে দ্বিতীয়বারের মতো দাঙ্গার ঘটনা এটি।

ব্রিটিশ গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সহিংস দাঙ্গার ঘটনা ঘটে। এ সময় কারাগারের ভেতরে গুলি, বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর কারাগারের ভেতরে ৬৮ জনের লাশ পাওয়া যায়।

কারাগারে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। ছবি: দ্যা গার্ডিয়ান।

কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইকুয়েডরের ওই একই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০ জন। ইকুয়েডরের ইতিহাসে কারাগারে সংঘটিত সহিংসতায় যা সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ছিল এটি। বন্দিদের প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দের জের ধরে প্রাণঘাতী ওই দাঙ্গা হয়েছিল।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মিন্নির কবরের জীবন

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ