Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১৮ নভেম্বর ২০২১

পাকিস্তানে ধর্ষণের শাস্তি খোজা করে দেওয়া, বিল পাস

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণ মারাত্মক হারে বেড়ে যায়। এমন অবস্থায় গণদাবির মুখে ধর্ষণের শাস্তি হিসেবে  ‘খোজা’ করে দেওয়ার একটি বিল পাস করেছে পাকিস্তান। ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে রাসায়নিক দিয়ে খোজা করার নতুন বিলটি দেশটির পার্লামেন্টে পাস হয়েছে।

পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, পাকিস্তানজুড়ে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়ে চলেছে। ধর্ষণে দোষী সাব্যস্ত হলে অপরাধীদের কঠোর শাস্তির দাবি গণবিক্ষোভ হচ্ছে। গণদাবির মধ্যে দেশটির প্রেসিডেন্ট গেল বছর ধর্ষণবিরোধী একটি অধ্যাদেশ অনুমোদন দেন।

পাকিস্তানের পার্লামেন্ট ওই অধ্যাদেশটিই প্রায় এক বছর পরে বিল আকারে পাশ করল। নতুন এই বিলের ফলে ধর্ষকদের ‘খোজা’ করার সাজা দেওয়ার ক্ষেত্রে আর আইনি বাধা থাকল না। বুধবার পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে অন্য ৩৩টি বিলের সঙ্গে এই বিলটি পাশ হয়।

রাসায়নিক প্রয়োগ করে খোজা করে দেওয়া একটি পদ্ধতি যেটি করা হলে যৌন সক্ষমতা হারিয়ে যায়। দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশে এই ধরনের শাস্তির আইনি বৈধতা রয়েছে।

এদিকে পাকিস্তানে নতুন এই বিল নিয়ে কট্টর সমালোচনা করেছে দেশটির সংসদ সদস্য মুশতাক আহমেদ। তার মতে, খোজাকরণ ইসলামবিরোধী এবং শরিয়াহ আইনের পরিপন্থী। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আইন করার দাবি জানিয়েছেন পাকিস্তান জামায়াত-ই-ইসলামীর এই সাংসদ।

আইনিউজ/এসডি

বিল গেটস, ইলন মাস্ক বা জেফ বেজোস নয়। জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

Green Tea
সর্বশেষ