আন্তর্জাতিক ডেস্ক
ডেল্টা নাকি ওমিক্রন? ভয়াবহ কোনটা?
ফের হানা দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। করোনার দুটি ঢেউয়ে দুইবছর ধরে জনজীবন বিপর্যস্ত হয়েই চলেছে। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভুগছেন অনেকেই। ওমিক্রনের দরুন কি আরও একবার ভয়াবহ আক্রমণ হানবে করোনা?
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ওমিক্রনের থাবা। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সকলের মনেই। কতখানি ভয়াবহ হতে পারে করোনার নয়া স্ট্রেন? ওমিক্রনের হাত ধরেই কি ফের আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ? শোনা যাচ্ছিল এমন আশঙ্কার কথাও। সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর পাওয়া গেল বিজ্ঞানীদের কাছ থেকে। কী বললেন তারা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের সূত্রে খবর, করোনা ভাইরাসের অন্যান্য স্ট্রেনের থেকে বেশি ভয়ংকর নয় এই নতুন ভ্যারিয়েন্টটি। এমনকি করোনার সেকেন্ড ওয়েভের জন্য দায়ী স্ট্রেন ডেল্টার তুলনায় ওমিক্রন কম ক্ষতিকর বলেই মত বিজ্ঞানীদের। তার মানে অবশ্য এই নয় যে এই স্ট্রেন একেবারেই নিরীহ। বরং ডেল্টার থেকেও দ্রুত সংক্রমিত হওয়ার ক্ষমতা রয়েছে ওমিক্রনের। তবে টিকাকরণের দৌলতে পাওয়া অনাক্রম্যতাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারবে না ওমিক্রন। সেই কারণেই টিকাকরণের উপর বারবার জোর দিচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসকেরা।
ডেল্টার তুলনায় এর মারণক্ষমতা যে কম, তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ ও নমুনা পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। ডেল্টার সময় আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ছিল কাছাকাছি। কিন্তু এবার ওমিক্রন সংক্রমণের পরেও দক্ষিণ আফ্রিকায় অধিকাংশ আক্রান্তের হাসপাতালে যাওয়ার দরকার পড়েনি।
এমনকি স্বাদ গন্ধ হারিয়ে ফেলার মতো উপসর্গ বা শ্বাসকষ্টের লক্ষণও দেখা যায়নি তাঁদের মধ্যে। হু-এর মতামতের সপক্ষে সমর্থন জানিয়েছেন আমেরিকার শীর্ষস্থানীয় বিজ্ঞানী অ্যান্টনি ফসি-ও।
তবে তিনি এ কথাও বলেছেন, আক্রান্তদের বড় একটা অংশই ছিল অল্পবয়সি। সে কারণেই তারা রোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছে এমনটাও হতে পারে। অনেক সময় রোগের ভয়াবহতা সম্পূর্ণ বুঝতে আরও বেশি সময় লাগে। এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণার অবকাশ রয়েছে বলেই মনে করছেন তারা। সেইজন্য কোভিডবিধি মেনে চলায় যাতে ঘাটতি না থাকে, সেই বিষয়ে সতর্ক করতে ভুলছেন না বিজ্ঞানীরা। তবুও, ওমিক্রন যে এখনও পর্যন্ত নতুন করে বিপদসংকেত দিচ্ছে না, এই ঘোষণাতেই সাময়িকভাবে স্বস্তি পেয়েছেন বিশ্ববাসী।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- কাবুলে আইএসের হামলায় নিহত ৮

























