Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ২৮ ডিসেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রে উপসর্গবিহীন রোগীদের কোয়ারেন্টাইন শিথিল

করোনার উপসর্গবিহীন রোগীদের কোয়ারেন্টাইন শিথিল করল যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। নাগরিকদের জীবনযাপন স্বাভাবিক করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির পরিচালক রসেল ওয়ালেনস্কি।

সোমবার এক বিবৃতিতে সিডিসি বলেছে, করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন কিন্তু কোনো উপসর্গ নেই বা থাকলেও খুবই মৃদু- এমন রোগীরা টেস্ট রিপোর্ট পাওয়ার পর ৫ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। আগে এই মেয়াদ ছিল ১০ দিনের।

বিবৃতিতে আরও বলা হয়, করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার ব্যাপারটি মূলত ঘটে উপসর্গ দেখা দেওয়ার দুই দিন আগে থেকে পরবর্তি তিন দিন। তাই এই ৫ দিন যদি কোয়ারেন্টাইনে থাকা যায়, সেক্ষেত্রে একজন করোনারোগীর দ্বারা অপর একজন সুস্থ মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

আরও পড়ুন- ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

তবে কোয়ারেন্টাইনের মেয়াদ কমানো হলেও মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতা রেখেছে সিডিসি। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলেও আক্রান্তদের আরও ৫ দিন অন্যান্যদের আশেপাশে থাকার সময় মাস্ক পরে থাকতে হবে।

আর যারা বুস্টার ডোজ গ্রহণ করেছেন, তারা ভাইরাসের সংস্পর্শে এলেও তাদের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সিডিসি। তবে অবশ্যই টানা দশদিন তাদের মাস্ক পরতে হবে। 

আরও পড়ুন- ডেল্টার তুলনায় কম শক্তিশালী ওমিক্রন

সিডিসির পরিচালক রোসেল ওয়েলনস্কি বিবৃতিতে বলেন, ‘ভাইরাসটির বিস্তার এবং টিকা ও বুস্টার ডোজের মাধ্যমে পাওয়া সুরক্ষা সম্পর্কে আমরা যা জেনেছি তার সঙ্গে সঙ্গতি রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন আরও সহজ ও সাবলীল হবে।’

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে ফের ব্যাপকহারে বাড়ছে দৈনিক সংক্রমণ। গত দুই দিনে দেশটিতে আড়াই লাখেরও বেশি মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ

যুক্তরাষ্ট্রে বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের ৭৩ শতাংশই ওমিক্রনে আক্রান্ত বলে গত সপ্তাহে জানিয়েছিল সিডিসি। এর আগে গত ২৪ ডিসেম্বর করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনের মেয়াদ কাটছাঁট করে ৭ দিনে নামিয়ে এনেছিল সিডিসি। পূর্বে এই মেয়াদ ছিল ১০ দিনের।

সূত্র: বিবিসি

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ