Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ১ জানুয়ারি ২০২২

ফ্রান্সে করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে ফ্রান্স। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন। মহামারি শুরুর পর গত দুই বছরে এত বেশি সংক্রমণ ঘটেনি দেশটিতে। 

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার টেলিভিশনে দেওয়া শুভেচ্ছাবার্তায় দেশবাসীকে সতর্ক থাকা ও করোনাবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মনে হয়, আমরা সবাই এটি বুঝতে পারছি যে, সামনের অনাগত সপ্তাহগুলো আমাদের জন্য কঠিন হয়ে উঠবে।’

আরও পড়ুন- ইনফ্লুয়েঞ্জা আর করোনা মিলে নতুন ‘ফ্লোরোনা’

সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। তবে তিনি জানিয়েছেন, আপাতত নতুন কোনো বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা সরকারের নেই।

নববর্ষের শুভেচ্ছাবার্তায় এ সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘মহমারির প্রথম দিন থেকে আমরা যেসব সতর্কতামূলক নীতি মেনে চলেছি, আপাতত সেগুলোই চলতে থাকবে। নতুন কোনো বিধিনিষেধ জারি হচ্ছে না।’

ওমিক্রনের প্রভাবে  ফ্রান্সে লাগামহীনভাবে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।গত তিন দিন ধরে দেশটিতে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখের বেশি। ফলে, নিকট ভবিষ্যতে ফ্রান্স ওমিক্রনের উপকেন্দ্র বা এপিসেন্টার হয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-  নতুন বছরে করোনাকে হারানোর প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী- ফ্রান্স, যুক্তরাজ্য ও গ্রিস। ইউরোপের তিনটি দেশে বর্তমানে ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। এই তিনটি দেশেই গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে যাচ্ছে লাখের ঘর। শুক্রবার যুক্তরাজ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন এবং গ্রিসে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১ লাখ ৬ হাজার ১২২ জন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ