Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ১ জানুয়ারি ২০২২

এবার পাক সেনাদের সাথে তালেবানদের সংঘাত

ফের সীমান্তে সংঘাতে লিপ্ত হয়েছে পাক সেনা ও তালেবান বাহিনী। খবর, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গড়তে চাইলে তাতে বাধা দেয় আফগান বাহিনী। আর এতেই দেশ দুইটির বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত। আফগানিস্তানের নিমরোজ প্রদেশে ঘটেছে এই ঘটনা। 

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই'র প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের চাহার বুজরাক জেলায় অন্তত ১৫ কিলোমিটারে অনুপ্রবেশ করে পাকিস্তানি সেনাবাহিনী। সেখানে চেকপোস্ট বসাতে চায় পাক বাহিনী।

নিমরোজ অঞ্চলে কাঁটাতারের বেড়া ও ঘাঁটি বসাতে চাইলে তাতে বাঁধা দেয় তালেবান বাহিনী। তবে এনিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি পাকিস্তান।

এর কয়েকদিন আগেও সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায় পাক সেনা ও আফগান তালিবান। পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নানগরহার প্রদেশে সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করে পাকিস্তান বাহিনী। কিন্তু সেই বেড়া ভেঙে গুঁড়িয়ে দেয় সেখানে মোতায়েন তালিবান সীমান্তরক্ষীরা। 

শুধু তাই নয়, বাধা দিলে পাক বাহিনীকে গুলি করারও হুমকি দেয় তারা।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ