Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৪, ৭ জানুয়ারি ২০২২

বিদেশ থেকে ভারতে গেলেই ৭ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

করোনাভাইরাসের ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে আসা সব যাত্রীর জন্য ৭ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

শুক্রবারের আদেশে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, শনিবার থেকে ভারতে বাইরের দেশ থেকে যেসব যাত্রী আসবেন, তাদের সবাইকে অবশ্যই ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তার পর আরটিপিসিআর টেস্ট করাতে হবে। টেস্টে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হবেন, তাদেরকে হোম আইসোলেশনে থাকতে হবে এবং তাদের নমুনার জিনোম টেস্টিং হবে।

আরও পড়ুন- বিভিন্ন দেশে আক্রান্তের রেকর্ড, স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে

আর যারা টেস্টে নেগেটিভ হিসেবে শনাক্ত হবেন, তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে পরবর্তী সাতদিন নিজেদের শারীরিক অবস্থা সম্পর্কে বিশেষ খেয়াল রাখতে হবে এবং যতদিন তারা ভারতে থাকবেন, ততদিন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । 

মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে দেশটিতে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ দেশগুলোর যাত্রীরা ৭ দিন কোয়ারেন্টাইনে কাটানোর পর আরটিপিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট এলেও তার সাত দিন পর ফের টেস্ট করাতে হবে তাদের।

আরও পড়ুন- ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত

পাশাপাশি ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকাও বড় করা হয়েছে। গত ডিসেম্বরে যেখানে ১০টি দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, শুক্রবার এই তালিকায় আরও ৯ দেশকে যোগ করার ফলে এই সংখ্যা পৌঁছেছে ১৯টিতে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ