Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ১১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৮:৩৬, ১১ জানুয়ারি ২০২২

মুম্বাইয়ে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের ছবি। ফাইল ছবি

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের ছবি। ফাইল ছবি

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। করোনা ভাইরাস জনিত অতিমারির কারনে মুম্বাই-এ সতর্কতা জারির প্রেক্ষিতে কোভিড-১৯ প্রটোকল  মেনে মুম্বাই মিশন সীমিত আকারে দিবসটি পালন করে।

অনুষ্ঠানের সূচনায় ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনারের নেতৃত্বে কর্মকর্তা, কর্মচারীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, দিবসটি উপলক্যোর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয় এবং একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার জাকির আহ্মেদ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি জাতির পিতার জীবনাদর্শ এবং আমাদের স্বাধীনতা অর্জনের সকল সংগ্রামে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও অপরিসীম আত্মত্যাগের কথা  সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর  স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে বিজয়ের পরিপূর্ণতা লাভ করে। ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার জাতির পিতার আদর্শকে অনুসরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়তে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার ব্যাপারে গুরুত্বআরোপ করেন। সবশেষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহিদদের এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে বড় পর্দার মাধ্যমে উপ-হাইকমিশনের সদস্যবৃন্দ অনলাইনে সরাসরি সংযুক্ত হন। এছাড়া বাংলাদেশ দূতাবাস লিসবন, মেক্সিকো এবং বাংলাদেশ হাইকমিশন অটোয়া, কানাডায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।

আইনিউজ/এসডি/এমজিএম

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

Green Tea
সর্বশেষ