Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৮:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেনি রাশিয়া : যুক্তরাষ্ট্র

ইউক্রেন সীমান্তে গত কিছুদিন থেকে রাশিয়ান সেনার সশস্ত্র উপস্থিতি গোটা ইউক্রেনকে হুমকির মুখে ফেলে দেয়। তবে সর্বশেষ রাশিয়া দাবি করেছে তাঁরা সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন সীমান্ত থেকে। তবে রাশিয়ার এ দাবিকে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র। 

গতকাল সন্ধ্যায় হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের এক সিনিয়র সেনা কর্মকর্তা সতর্ক করে বলেন, গত কয়েক দিনে ইউক্রেন সীমান্তের কাছে সাত হাজারের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এছাড়া বুধবারও সেনা মোতায়েন অব্যাহত ছিল। 

বাইডেন প্রশাসনের এই সিনিয়র কর্মকর্তা বলেন, 'মস্কো ইউক্রেনে হামলার জন্য যেকোনো মুহূর্তে একটি মিথ্যা অজুহাত চালু করতে পারে। এই মিথ্যা অজুহাত বিভিন্ন রূপ নিতে পারে। যার মধ্যে রয়েছে ডনবাসে উস্কানি, স্থল, সমুদ্র বা আকাশে ন্যাটোর কার্যকলাপ সম্পর্কে দাবি ও রাশিয়ান ভুখণ্ডে অনুপ্রবেশ।' 

তিনি আরও বলেন, আমরা জানিনা কোন মিথ্যা অজুহাত তারা নেবে, কিন্তু আমরা আশা করছি বিশ্ব প্রস্তুত রয়েছে। 

এদিকে গত ১৫ ফেব্রুয়ারি রাশিয়া দাবি করেছে, তারা সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ