Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ভেন্যু প্রস্তুত, বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য ভেন্যু প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে। 

আনাতলি গ্লাজ বলেন, দুই পক্ষের প্রতিনিধিদল ভেন্যুতে যত তাড়াতাড়ি আসবে বৈঠক তত দ্রুত শুরু হবে। তবে বেলারুশের ঠিক কোথায় এই ভেন্যু তা সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইউক্রেনে পঞ্চম দিনের মতো চলছে রাশিয়ার হামলা। এ নিয়ে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে কোনো পক্ষই সঠিক হতাহতের সংখ্যা জানায়নি বলে খবরে বলা হয়েছে। 

গতকাল রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেয়। এর কিছুক্ষণ পরে আলোচনার জন্য রাজি হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আলোচনার কথা হলেও দুই পক্ষের মধ্যে থেমে নেই লড়াই। ইউক্রেনের বিভিন্ন প্রান্তে তুমুল সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।

সিএনএন, আল জাজিরা। 

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ