Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ১ মার্চ ২০২২
আপডেট: ১৯:০৪, ১ মার্চ ২০২২

রাশিয়ার হামলায় ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিকের মৃত্যু

ইউক্রেনের ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক রাশিয়ার সামরিক অভিযানে নিহত হয়েছে। এ ছাড়া, গত পাঁচ দিনে ৫৩৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতের খবর জানানো হয়।

অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেনের জনবহুল এলাকায়। সেখানে রুশ সেনারা বোমা, রকেট ও বিমান হামলা করে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, ইউক্রেনের বহু আবাসিক ভবন রুশ হামলায় ধ্বংস হয়েছে। বর্তমানে দেশটির হাজারো মানুষ পাতাল রেল স্টেশনসহ নিরাপদ স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করছে।

কমিশনের মুখপাত্র জানান, তাদের কাছে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য নেই। নিজস্ব সূত্র থেকে যতটুকু খবর পেয়েছে সে অনুসারে তালিকাটি তৈরি করা হয়েছে।

কমিশনের বিবৃতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘন অভিযোগ করে।

কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে কোনো বেসামরিক মানুষ ও নাগরিককে হত্যা করা যাবে না।

বেসামরিক নাগরিক হত্যার দাবি করা হলেও রাশিয়া তা অস্বীকার করেছে। রাশিয়ার দাবি শুধুমাত্র সামরিক সেনা ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন বাবা

ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব

ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে

বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুতকর্মীকে ব্যাট দিতে মারতে এলেন আওয়ামী লীগ নেতা

Green Tea
সর্বশেষ