আন্তর্জাতিক ডেস্ক
ডেনমার্কে শপিং মলে বন্দুকধারীর হামলায় ৩ জনের মৃত্যু

গুলি চালানোর খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে। ছবি: DR.DK
ইউরোপের দেশ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৩ জুলাই) ‘ফিল্ডস’ নামের শপিং মলে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ পরিদর্শক সোরেন থমাসেন সাংবাদিকদের বলেন, শপিং মলে গুলি করার দায়ে ২২ বছর বয়সী ডেনিশ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার মামলা দেওয়া হয়েছে। ওই যুবক কেন নির্বিচারে গুলি চালাল তা তাৎক্ষণিক জানা যায়নি।
ডেনমার্কের সংবাদমাধ্যম ডিআরে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, গুলির শব্দ শোনে শপিং মল থেকে শতাধিক মানুষ ছুটে বের হয়ে আসেন। এসময় কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেনমার্ক পুলিশ জানিয়েছে, কোপেনহেগেনের শপিং মলে এ হামলার প্রতিক্রিয়া হিসেবে রাজধানী এবং পুরো জিল্যান্ড দ্বীপে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হলেও, তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় আইনপ্রয়োগকারী সংস্থা।
- এবার লিবিয়ার মরুভূমিতে পাওয়া গেলো ২০টি মৃতদেহ
- লরির ভেতরে পাওয়া গেলো ৪৬টি লাশ, অর্ধমৃত অবস্থায় আরও ১৬ জন
- ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর শঙ্কা
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
বাজারে নদীর বিশাল চিতল মাছ
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!
- ভারতে সাতটি রাজ্যে ছড়িয়েছে পঙ্গপাল, ঝুঁকিতে আছে গ্রীষ্মকালীন ফসল
- করোনায় ভারতে এইচএসসি পরীক্ষা বাতিল
- মাথায় কাঁঠাল পড়ে আহত, টেস্ট করে জানা গেল করোনা আক্রান্ত
- মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা
- করোনায় মৃত্যু হলো এক মাতৃভাষার!